সিলেট আইটি একাডেমী ২০১২ সালকে “ফ্রিলান্স এওয়ারনেস ইয়ার” ঘোষনা করে ২০১২ সালের প্রতি মাসের প্রথম শুক্রবার “ফ্রিল্যান্স আউটসোর্সিং” বিষয়ে বিনামূল্যে সেমিনার আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। প্রতিটি সেমিনারে আউটসোসিং কাজ পাওয়ার উপায় এবং কোন একটি কাজের ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ।
সেমিনারগুলো সার্বিক পরিচালনায় থাকবেন “বেসিস ফ্রিল্যান্সার অব দ্যা ইয়ার ২০১১” এওয়ার্ড প্রাপ্ত ফ্রিল্যান্সার মোঃ জাকারিয়া চৌধুরী এবং সিলহোস্ট আইটির ফ্রিল্যান্স ওয়েব ডেভলাপার নাজমুল হক। প্রতিটি সেমিনারে স্ব-স্ব বিষয়ে এক্সপার্টরা লেকচার প্রদান করবেন ।সেমিনারে ওয়েব ডিজাইন, ওয়েব প্রোগ্রামিং, থিম ডেভলাপমেন্ট, প্লাগিন্স ডেভলাপমেন্ট, গেম ডেভলাপমেন্ট, ডাটাবেইজ ম্যানেজমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, সার্চ ইন্জিন অপটিমাইজেশন, আর্টিক্যাল রাইটিং, ডাটা এন্ট্রির মতো বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে।
সেমিনারগুলো সকলের জন্য উন্মুক্ত থাকবে। সেমিনারে অংশগ্রহন করতে চাইলে ফ্রি রেজিষ্ট্রেশন করে সেমিনারের সময় জেনে নিতে হবে। রেজিষ্ট্রেশন করতে যোগাযোগ করুন এই ফোন নাম্বারে – ০১৭১৭০২২৬৮১
সেমিনারের জন্য প্রাথমিকভাবে নির্ধারিত তারিখ:
১ম সেমিনার – ৩রা ফেব্রুয়ারি ২০১২ (সম্পন্ন হয়েছে)
২য় সেমিনার – ২রা মার্চ ২০১২ (সম্পন্ন হয়েছে)
৩য় সেমিনার – ৬ই এপ্রিল ২০১২ (সম্পন্ন হয়েছে)
৪র্থ সেমিনার – ৪ই মে ২০১২
(সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে সেমিনারটি অনুষ্ঠিত হয়েছে)
৫ম সেমিনার – ১লা জুন ২০১২
(ডিজিটাল উদ্ভাবনী মেলা – ২০১২ সিলেট স্টেডিয়ামে সেমিনারটি অনুষ্ঠিত হয়েছে)
৬ষ্ঠ সেমিনার – ৬ই জুলাই ২০১২
(সাস্ট ক্যারিয়ার ক্লাবের আয়োজনে দিনব্যাপী আউটসোর্সিং কর্মশালা পরিচালনা )
আমরা আপাতত আমাদের একাডেমীতে মাসিক সেমিনারহুলো স্তগিত রাখছি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের আয়োজনে ফ্রিল্যান্সিং সেমিনার পরিচালনা করছি।
১ম সেমিনারের আপডেট:
আমাদের প্রথম সেমিনারটি গতকাল শুক্রবার, ৩রা ফেব্রুয়ারি ২০১২ তারিখে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারটিতে ছাত্র, পেশাজীবি সহ ফ্র্রিলান্সিংয়ে আগ্রহী অনেকেই অংশগ্রহন করেন। সেমিনারটি পরিচালনা করেন মোঃ জাকারিয়া চৌধুরী। সেমিনারটিতে ওয়েব ডেভলাপমেন্ট বিষয়ে আলোচনা করা হয়েছে। সেমিনারের স্লাইডশোটি পেতে নিচের লিংকে ক্লিক করুন –
Download – Freelancing with Website Development
২য় সেমিনারের আপডেট:
আমাদের দ্বিতীয় সেমিনারটি আজ শুক্রবার, ২রা মার্চ ২০১২ তারিখে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারটিতে গ্রাফিক্স ডিজাইন বিষয়ে আলোচনা করা হয়েছে। সেমিনারের স্লাইডশোটি পেতে নিচের লিংকে ক্লিক করুন –
Download – Freelancing with Graphics Design
৩য় সেমিনারের আপডেট:
আমাদের তৃতীয় সেমিনারটি আজ শুক্রবার, ৬ই এপ্রিল ২০১২ তারিখে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারটিতে সার্চ ইন্জিন অপটিমাইজেশন বিষয়ে আলোচনা করা হয়েছে। সেমিনারের স্লাইডশোটি পেতে নিচের লিংকে ক্লিক করুন –
Download – Freelancing with SEO
৪র্থ সেমিনারের আপডেট:
সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স বিভাগের উদ্দ্যোগে অনলাইনে আয় বিষয়ক “ফ্রিল্যান্স আউটসোর্সিং” সেমিনারটি পরিচালন করে সিলেট আইটি একাডেমী।
সেমিনারের স্লাইডশোটি পেতে নিচের লিংকে ক্লিক করুন –
Downlod – Freelance seminar at Metropolitan University
ShareJAN
About the Author: