সিলেটে অনলাইন ফ্রিল্যান্স জবের সচেতনতার লক্ষে কাজ করে যাচ্ছে “সিলেট আইটি একাডেমী”। এরই ধারাবাহিকতায় ১৫ই এপ্রিল ২০১২ তারিখে “সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির” কম্পিউটার সায়েন্স বিভাগের উদ্দোগে অনলাইন জব বিষয়ক “ফ্রিল্যান্স আউটসোর্সিং” সেমিনার পরিচালনা করে “সিলেট আইটি একাডেমী”। সেমিনারে মূল বক্তা ছিলেন সিলেট আইটি একাডেমীর পরিচালক বেসিস ফ্রিল্যান্সার অব দ্যা ইয়ার ২০১১ এওয়ার্ড প্রাপ্ত ফ্রিল্যান্সার মোঃ জাকারিয়া চৌধুরী।
সেমিনারটিতে ফ্রিল্যান্স জবের বিভিন্ন বিষয়ে আলোচনা হয় এবং সেমিনারের শেষ পর্যায়ে দর্শকদের ভিবিন্ন প্রশ্নের উওর দেন সিলেট আইটি একাডেমী ফ্রিল্যান্সার এবং ট্রেইনাররা ।
সেমিনারের স্লাইডশোটি পেতে নিচের লিংকে ক্লিক করুন –
Download – Seminar – Metropolitan University
ShareAPR
About the Author: