সাস্ট ক্যারিয়ার ক্লাব ০৬ জুলাই ২০১২ শুক্রবার দিনব্যাপী আউটসোর্সিং কর্মশালা আয়োজন করে। কর্মশালাটি স্পন্সর করে “সিলেট আইটি একাডেমী”। সকাল ১০.৩০ এ কর্মশালাটি উদ্বোধন করেন প্রফেসর ড: কবির হোসাইন। কর্মশালাটির টেকনিক্যাল সেশনে বক্তব্য রাখেন দেশের ফ্রিল্যান্স পাইওনিয়ার ওয়েবক্রাফট বাংলাদেশের প্রধান নির্বাহী মোঃ জাকারিয়া চৌধুরী , আরও বক্তব্য রাখেন সিলহোস্ট আইটির প্রধান নির্বাহী মো: নাজমুল হক , সিলহোস্ট আইটির ঢাকা শাখার কোর্ডিনেটর সাঈদ অলি উল্লাহ এবং আমাদের সিলেট আইটি একাডেমীর এসইও ইন্সট্রাক্টর মোঃ ইয়াসিনুল হায়দার। বিকেলে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের কোর মেম্বার এবং সাস্ট সিএসসি বিভাগের প্রভাষক আবু আওয়াল মো: আবু শোয়েব স্যারের বক্তব্যের মধ্য দিয়ে কর্মশালাটির সমাপ্তি ঘটে।
সেমিনারের স্লাইডশোগুলো ডাউনলোড করা যাবে এখান থেকে
প্রথম সেশন:
Download Slideshow: – General Discussion on Freelancing
দ্বিতীয় সেশন:
Download Slideshow: – Freelancing with Website Development
Download Slideshow: – Freelancing with Mobile Application Development
Download Slideshow: – Freelancing with Graphics Design
Download Slideshow: – Freelancing Search Engine Optimization (SEO)
JUL
About the Author: