১৭ই মে ২০১৭ রোজ মঙ্গলবার লার্নিং অ্যান্ড আর্নিং মেলাতে উপস্থিত ছিল সিলেট আইটি একাডেমি প্রতিনিদ্বী ।
মেলাতে প্রধান অথিতী হিসাবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার সেই সাথে ছিলেন ICT DIVISION এর প্রধান কর্মকর্তারা ।
মেলাতে ফ্রিল্যান্সিং সেশনের বিশেষ অতিথি হিসাবে আসন গ্রহণ করেন সিলেট আইটি একাডেমির পরিচালক জনাব নাজমুল হক । তিনি তার ফ্রিল্যান্সিং অভিজ্ঞতা এবং রিয়েল লাইফ ফ্রিল্যান্সিং কি ও কেন তার সম্পর্কে বক্তব্য রাখেন ।
জনাব নাজমুল হক তার বক্তব্যে বর্তমান সময়ের ফ্রিল্যান্সিং-এর অবস্থা ও সম্ভাবনা তুলে ধরেন । বেকারত্ব দূরিকরণে ফ্রিল্যান্সিং গুরুত্ব ও আমাদের করণীয় এই বিষয়টাও তিনি তার বক্তব্যে তুলে ধরেন ।
সেই সাথে তিনি উপস্থিতির সাথে তার ফ্রিল্যান্সিং জগতের কিভাবে আসা ,কেন আসা এবং ফ্রিল্যান্সিং এর তার বর্তমান অবস্থার চিত্রও তুলে ধরেন ।
ShareJUL
About the Author: