ঘরে বসেই আয় করতে চান?
তাহলে চলুন শিখি ফ্রিল্যান্স-আউটসোর্সিং ।
বর্তমান বিশ্বে অনলাইনে আয়ের ক্ষেত্রে জনপ্রিয় নাম হচ্ছে ফ্রিল্যান্স আউটসোর্সিং। ফ্রিল্যান্স আউটসোর্সিং-এ নিজেকে দক্ষ করে তুলে আপনি হতে পারেন একজন বিশ্বমানের ফ্রিলান্সার।
আপনি কি ওয়েব ডিজাইনে আগ্রহী, ওয়েব ডিজাইন ও ডেভলাপমেন্ট করে ফ্রিল্যান্সিং করতে চান, তাহলে চলে আসুন সিলেট আইটি একাডেমির ফ্রি ওয়েব ডিজাইনে ফ্রিল্যান্সিং সেমিনারে।
সেমিনারে অংশগ্রহণের করতে হলে আপনাকে দুটি স্টেপ পূরণ করতে হবেঃ
—————————————————————————————————————————————————————————-
স্টেপ ১ – এই সেমিনার রেজিস্ট্রেশন ফরমটি পূরন করুন
https://goo.gl/Q1hCWj
স্টেপ ২ – সেমিনারের পূর্বের দিন ০১৭১৭০২২৬৮১ রা ০১৯১৯ ০২২ ৬৮১ নাম্বারে ফোন দিয়ে আপনার আসন নিশ্চিত করতে হবে [রেজিস্ট্রেশন ফরম পুরণ করার পর ১৯ জুলাই দুপুর ১২টা – রাত ৮টার মধ্যে ফোনে আমাদের কনফার্ম করতে হবে যে আপনি ২১ জুলাই তারিখে সময়মত সেমিনারে উপস্থিত হচ্ছেন, ফোনে কনফার্ম না করলে আপনার সিট নিশ্চিত হবে না ]
—————————————————————————————————————————————————————————-
ওয়েব ডিজাইনে ফ্রিল্যান্স আউটসোর্সিং সেমিনার
২১ জুলাই দুপুর ১২.০০টা – দুপুর ২.০০টা
এই সেমিনারটি যাদের জন্যঃ
এই সেমিনার ১৩ থেকে ৫০ বয়সের সবাই অংশগ্রহণ করতে পারবেন
এই সেমিনারে যা যা শিখতে পারবেনঃ
১। ওয়েব ডিজাইন কি?
২। ওয়েব ডেভলাপমেন্ট কি?
৩। ওয়েব ডিজাইন ডেভলাপমেন্ট দিয়ে কিভাবে ফ্রিল্যান্সিং করা যায়।
৪। ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং কি?
৫। ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং কি এক জিনিস?
৬। ফ্রিল্যান্সিং কিভাবে করতে হবে ?
৭। ফ্রিল্যান্সিং –এর জন্য বিভিন্ন মারকেটপ্লেস সম্পর্কে ধারণা ।
৮। ফ্রিল্যান্সিং –এ জন্য নিজেকে গড়ে তুলার উপায়।
ফ্রিল্যান্সিং সম্পর্কে বিস্তারিত জানুন: http://www.freelancerstory.com/what-is-freelancing-and-how-to-be-a-freelancer/
বাংলাদেশে অনেকেই ফ্রিল্যান্সিং করছে ভিডিওতে দেখুন http://www.freelancerstory.com/freelancing-video-news-inspirational-motivational-video/
সিলেটে অনেকেই ফ্রিল্যান্সিং করে প্রচুর আয় করছে দেখুন প্রথম আলোর রিপোর্টে http://www.prothom-alo.com/technology/article/62710/
Location in Google Map: https://www.google.com/maps/place/Sylhet+IT+Academy
যোগাযোগের ঠিকানা:
———————
সিলেট আইটি একাডেমি
দিশারী – ১৪৫ , হাওয়াপাড়া, সিলেট।
ফোন: ০১৭১৭ ০২২ ৬৮১, ০১৯১৯ ০২২ ৬৮১
ওয়েবসাইট: www.sylhetitacademy.com
JUL
About the Author: