সিলেট আইটি একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ জাকারিয়া চৌধুরী একজন ফ্রিল্যান্স ‘ওয়েব ও মোবাইল এপ্লিকেশন ডেভেলপার’। ২০০৬ সাল থেকে তিনি ফ্রিল্যান্সিং শুরু করেন। ফ্রিল্যান্সিং এর স্বীকৃতিসরূপ ২০১১ সালে “বেসিস ফ্রিল্যান্সার অব দ্যা ইয়্যার ২০১১” এওয়ার্ডপ্রাপ্ত হন। দেশখ্যত এই ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সিং নিয়ে বিভিন্ন কার্যক্রম করতে গিয়ে লক্ষ্য করেন যে বাংলাদেশি তরুণ-তরুণীদের মধ্যে আউটেসোর্সিং কাজে রয়েছে অপরিসীম আগ্রহ। এজন্য তথ্যপ্রযুক্তি ও ফ্রিল্যান্সিংএ আগ্রহীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পরামর্শ প্রদানের লক্ষ্যে ২০১০ সালে তিনি “সিলেটআইটিএকাডেমি” প্রতিষ্ঠা করেন।
Share
16
OCT
OCT
About the Author: