সারা দেশে বিভিন্ন আইটি/ফ্রিল্যান্সিং সেমিনার পরিচালনা

Posted by:

সিলেট আইটি একাডেমির পরিচালক এবং আইটি এক্সপার্টগন ২০০৭ সাল থেকে BDOSN, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, রেডিও টুডে, বাংলাদেশ তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং ক্যারিয়ার ক্লাবের আয়োজনে দেশব্যপী বিভিন্ন সময়ে নানান আইটি/ফ্রিল্যান্সিং সেমিনার, ওয়ার্কশপ, ওয়েবিনার পরিচালনা করে। নিজেদের প্রতিষ্ঠান “সিলেট আইটি একাডেমিতে” প্রতি মাসে তথ্যপ্রযুক্তি সেমিনার আয়োজনসহ অন্যান্য আইটি সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করে আসছে।

0

About the Author:

Add a Comment



four + 8 =