সিলেট আইটি একাডেমি কম্পিউটার-তথ্যপ্রযুক্তি এবং ফ্রিল্যান্সিং স্কিল ডেভলাপমেন্ট এ প্রশিক্ষণ প্রদানের লক্ষ্য নিয়ে ২০১০ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই অত্যন্ত সুনামের সাথে এ প্রতিষ্ঠান আইটি প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে অনেকেই ফ্রিল্যান্সিংসহ দেশের বিভিন্ন আইটি প্রতিষ্ঠানে নিজেকে দ্ক্ষ প্রোগ্রামার ও ডিজাইনার হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন।
বর্তমানে এখানে বেসিক কম্পিউটিং, ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, এসইও ও অ্যাফিলিয়েট মার্কেটিং, প্রোগ্রামিং, এন্ডয়েড এপস ডেভলাপমেন্ট, পিজিডি ইন আইটি সহ ১ বছর মেয়াদী ডিপ্লোমা কোর্সে নিয়মিত প্রশিক্ষণ দেয়া হচ্ছে। প্রশিক্ষণ দিয়ে থাকেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইটি বিশেষজ্ঞ এবং প্রতিষ্ঠিত ফ্রিল্যান্সাররা।
প্রশিক্ষক প্রোফাইলঃ
Programming & Web Development Instructors.
মোঃ জাকারিয়া চৌধুরী Currently Work as a Software Engineer, USA
তিনি পেশায় একজন ওয়েব এবং মোবাইল এপ্লিকেশন ডেভেলপার। পড়াশোনা করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসসি বিভাগে। ২০০৭ সালে তিনি ফ্রিল্যান্সিং কাজের উপর ভিওি করে প্রতিষ্ঠা করেন “ওয়েব ক্রাফট বাংলাদেশ” নামক একটি সফটওয়্যার ফার্ম। ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং সম্পর্কে সবাইকে সচেতন করতে “মাসিক কম্পিউটার জগৎ” এ নিয়মিত লেখালেখি এবং জাতীয় ও আঞ্চলিক বিভিন্ন সেমিনারে বক্তব্য প্রদান করেন। কাজের স্বীকৃতি স্বরূপ ২০১১ সালে “বেসিস ফ্রিল্যান্সার অব দ্যা ইয়্যার” অ্যাওয়ার্ড লাভ করেন।
মসরুর চৌধুরী Currently Work as a Software Engineer, USA
ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে সিএসসি তে অনার্স ডিগ্রী লাভ করার পর তিনি আমারিকার একটি বিশ্ববিদ্যালয় থেকে সিএসসি তে মাস্টার্স ডিগ্রী লাভ করেন। পেশায় তিনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তিনি Webcraft Bangladesh, CREASH, a2clicks প্রভৃতি প্রতিষ্ঠানে সটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছেন।
মোঃ মামুন হোসাইন
পড়াশোনা করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসসি বিভাগে। বর্তমানে তিনি নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এ সিএসসি বিভাগের ফ্যাকাল্টি হিসেবে কাজ করছেন। শুরু থেকেই তিনি সিলেট আইটি একাডেমীর সাথে প্রশিক্ষক হিসেবে জড়িত আছেন।
মোঃ নাজমুল হক
তিনি একজন অন্যতম ফ্রিল্যান্সার ও উদ্যোক্তা। ২০১০ সাল থেকে Web Development নিয়ে upwork.com এবং elance.com কাজ করেন পাশাপাশি ২০১১ সালের ২৩শে জুন SYLHOST নামে একটি ডোমেইন-হোস্টিং এবং ওয়েব সার্ভার কোম্পানি পরিচালনা করেন। তিনি সিলেট আইটি একাডেমীর আইটি কন্সালট্যান্ট হিসেবে দ্বায়িত্ব পালন করছেন। তরুণদের ক্যারিয়ার গঠনে সহায়তা করার লক্ষ্যে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর উপর তিনি “মাসিক কম্পিউটার জগৎ” এবং www.frelancerstory.com এ নিয়মিত লেখালেখি করেন। এছাড়াও তিনি বিভিন্ন সেমিনারে ফ্রিল্যান্সিং এর উপর তাঁর অভিজ্ঞতালব্ধ বক্তব্য প্রদান করে থাকেন।
আবদুস সালাম
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রীর অধিকারী আবদুস সালাম কাজ করেন মোবাইল অ্যাপস এবং গেমস ডেভেলপমেন্ট নিয়ে। এছাড়াও ওয়েব ডিজাইনে রয়েছে তাঁর বিশেষ দক্ষতা। তিনি ওডেস্কেও একজন সফল ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছেন দীর্ঘদিন যাবত। প্রোগ্রামিং এর দক্ষতা কাজে লাগিয়ে ইতিমধ্যেই তিনি অনেক গুলো গেমস এবং অ্যাপস তৈরি করেছেন।
তিনি পেশায় একজন ওয়েব প্রোগ্রামার। পড়াশোনা করেছেন সিলেট ইন্জিনিয়ারিং কলেজের সিএসসি বিভাগে। পাশ করার পর কয়েকটি প্রতিষ্ঠানে ওয়েব প্রোগ্রামার হিসেবে কাজ করার পর বর্তমানে তিনি ফ্র্রিল্যান্স ওয়েব প্রোগ্রামার হিসেবে কাজ করছেন। তিনি মূলত PHP বেজড ওয়েব এপ্লিকেশন তৈরি করেন। MVC, CodeIgniter এবং Laravel ফ্র্রেমেওয়ার্কে রয়েছে তার বিষেষ দক্ষতা।
শাহ মোস্তাকিম Currently Work as a Software Engineer, Canada
তিনি একজন ওয়েব এপ্লিকেশন ডেভলপার হিসেব কাজ করছেন একটি সনামধন্য সফ্টওয়্যার ফার্মে। তিনি সিলেট আইটি একাডেমির পিএইচপি, ওওপি, লারাভেল এবং পিএইচপি দিয়ে প্রজেক্টের কোর্সগুলো নিয়ে থাকেন।
পল্লব সূত্রধর Currently Work as a Software Engineer, Poland
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রীর অধিকারী পল্লব সূত্রধর কাজ করেন ওয়েব অ্যাপস এবং জাভাস্ক্রিপ্ট প্রােগ্রামিং নিয়ে। ওয়েব প্রােগ্রামিংএ রয়েছে তাঁর বিশেষ দক্ষতা। তিনি বর্তমানে varvtech এ প্রোগ্রামার হিসেবে কাজ করছেন। প্রোগ্রামিং এর দক্ষতা কাজে লাগিয়ে ইতিমধ্যেই তিনি অনেক ওয়েব অ্যাপস অ্যাপস তৈরি করেছেন। তিনি সিলেট আইটি একাডেমির PHP Programming এর ক্লাসগুলো নিয়ে থাকেন।
পুজন
ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্টে তিনি অত্যন্ত দক্ষ একজন ব্যক্তি। তিনি ফাইবার এবং পিপলপার আওয়ার মার্কেটপ্লেসে ফ্রিল্যান্সিং করেন ২০১৪ সাল থেকে। ওয়েব ডিজাইনের নতুন নতুন ধারণা নিয়ে কাজ করতে ভালবাসেন। শখের বসে ওয়েব ডিজাইনের কাজ শিখলেও এটাই তাঁর এখন নেশা এবং পেশা।
আহমদ শরীফ
বাংলাদেশের অন্যতম এবং সিলেটের সফল “ম্যাজেন্টা এবং লারাভেল ওয়েব প্রোগ্রামার” হিসেবে ইতিমধ্যেই নিজেকে ফ্রিল্যান্স প্রোগ্রামার হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত থাকা অবস্থায়ই আইটি সেক্টরে নিজেকে জড়িয়ে ফেলেন। উচ্চশিক্ষার পাঠ শেষ করে বর্তমানে নিজের প্রজেক্টে ফুলটাইম কাজ করেন। চাকরির পেছনে না ঘুরে নিজে নিজে কিছু করার ইচ্ছা থেকেই অনলাইন মার্কেটে কাজ করা শুরু করেন। নিজে জানতে ও অন্যকে জানাতে ভালবাসেন। নিজের ব্লগে তাঁর প্রফেশন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় সবার সাথে শেয়ার করেন।
তুষার চক্রবর্তী Currently Working in USA
তিনি একজন প্রোগ্রামার, পড়াশোনা করেন লিডিং ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে বিভাগে। ICPC সহ বিভিন্ন প্রােগ্রামিং প্রতিযোগীতায় অংশগ্রহন করে অজর্ন করেন প্রােগ্রামিং এর মীৈলিক জ্ঞান। তিনি সিলেট আইটি একাডেমির C Programming এর ক্লাসগুলো নিয়ে থাকেন। তিনি সিলেট আইটি একাডেমির C Programming এর ক্লাসগুলো নিয়ে থাকেন।
রাজু আহমেদ চৌধুরী
সিলেট আইটি একাডেমির সিনিয়র ওয়েব ডিজাইনার। তিনি ফাইভারে ফ্রিল্যান্সিং এবং লোকাল ক্লায়েন্টের কাজের পাশাপাশি থিমফরেস্টে ফ্রন্ট-এন্ড ডিজাইনার হিসাবে গত ৬ বছর যাবত কাজ করছেন। পাশাপাশি তিনি সিলেট আইটি একাডেমিতে ওয়েব ডিজাইনিং এর ক্লাস নিয়ে থাকেন । বর্তমানে তিনি HTML-5, CSS-3, Bootstrap সহ Java-Script নিয়ে কাজ করছেন।
তার প্রোফাইল লিংকঃ Profile Link
তার ফাইভার প্রোফাইল লিংকঃ Fiverr
তার CodeCamp প্রোফাইল লিংকঃ CodeCamp Profile Link
Digital Marketing & SEO Instructors.
মোঃ ইয়াসিনুল হায়দার রূপক
বাংলাদেশের অন্যতম এবং সিলেটের সফল “এসইও এক্সপার্ট” হিসেবে ইতিমধ্যেই নিজেকে অনলাইন মার্কেটে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন। ২০১২ সাল থেকে SEO এবং এফিলিয়েট মার্কেটিং নিয়ে কাজ করেন upwork.com এ। বর্তমানে The 4 Online Group নামে নিজের একটি ডিজিটাল মার্কের্টিং ফার্ম পরিচালনা করছেন। নিজে জানতে ও অন্যকে জানাতে ভালবাসেন। নিজের ব্লগে তাঁর প্রফেশন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় সবার সাথে শেয়ার করেন। তিনি সিলেট আইটি একাডেমির SEO Instructor হিসেবেও কাজ করেন।
সাদিক আহমদ
তিনি ২০১২ সাল থেকে SEO এবং Content Development নিয়ে কাজ করেন। মার্কেটপ্লেসে এবং নিজের এফিলিয়েট প্রজেক্টে কাজ করেন তিনি বর্তমানে Technext Limited এ কাজের পাশাপাশি নিজের প্রজেক্টগুলোতে কাজ করছেন এবং সিলেট আইটি একাডেমির SEO মডারেটর হিসেবে কাজ করছেন। তিনি সিলেট আইটি একাডেমির SEO Instructor হিসেবেও কাজ করেন।
সরদার মনসুর আহমেদ
তিনি কাজ করেন OnSite SEO এবং Content Development নিয়ে। বর্তমানে কাজ করছেন The 4 Online Group এসইও টিমে। Technical SEO তে রয়েছে তার বিশেষ দক্ষতা। তিনি সিলেট আইটি একাডেমির SEO Instructor হিসেবেও কাজ করেন।
Graphic Design Instructors.
মো: কাউসার চীেধুরী
মো: কাউসার চীেধুরী একজন বেসিস ফ্রিল্যান্স আউটসোর্সিং এওয়ার্ডপ্রাপ্ত “ফ্রিল্যান্স গ্রাফিক্স ডিজাইনার” । তিনি গ্রফিক ডিজাইনার হিসেবে কাজ শরু করেন ২০০৭ সালে একটি ফ্রিল্যান্স আউটসোর্সিং ফার্মে। বিশ্ববিখ্যাত গ্রফিক ডিজাইন মার্কেটপ্লেস গ্রাফিকরিভার এবং থিম ডিজাইন মার্কেটপ্লেস থিমফরেস্টে রয়েছে তার অনেক সাকসেফুল প্রোডাক্ট। ২০১১ সাল থেকে Odesk (Currently Upwork) ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে ভাল কাজ করার স্বীকৃতীস্বরুপ তিনি বেসিস ফ্রিল্যান্স আউটসোর্সিং এওয়ার্ড ২০১৩ অর্জন করেন। সিলেট আইটি একাডেমির শুরুু থেকেই তিনি এখানে গ্রাফিক ডিজাইন প্রশিক্ষক হিসেবে কাজ করেন।
জাবেল আহমদ
তিনি একজন ফ্রিল্যান্স গ্রাফিক্স এন্ড UI/UX ডিজাইনার। কাজ করছেন Head of Design Ecology Theme ইকোলজি থিম এ। ফ্রিল্যানসিং প্রজেক্ট বেজ কাজ করেন Dribble Team uinugget এ। তার কাজের Portfolio দেখে নিন তার ড্রিবল https://dribbble.com/jabelahmed এবং বিহান্স প্রোফাইল https://www.behance.net/jabelahmed থেকে
জাহিদ হাসান
জাহিদ হাসান একজন সৃজনশীল UI/UX ডিজাইনার। কাজ করেন themeforest.net https://themeforest.net/user/zisan/portfolio এবং Dribble এ https://dribbble.com/Zisan_jusi এবং Ecolgoy Theme এ। গ্রাফিক ডিজাইন এ তার রয়েছে অসাধারন দক্ষতা। ফ্রিল্যান্সিং কাজের পাশাপাশি সিলেট আইটি একাডেমিতে ক্লাস নেন।
তারিক ইয়ামিন পড়াশোনা করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিএসসি বিভাগে। পাশাপাশি নিজেকে গ্রাফিক্স ডিজাইনার হিসাবে আত্মপ্রকাশ করান । বর্তমানে তিনি কাজ করেন graphicriver.net এবং fiverr.com কাজের পাশাপাশি সিলেট আইটি একাডেমিতে ক্লাস নেন।
শাকিল আহমদ
পড়াশোনা করেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, বর্তমানে তিনি varvtech.com এ “ওয়েব UI/UX ডিজাইনার” হিসেবে কাজ করেন। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত থাকা অবস্থায়ই আইটি সেক্টরে নিজেকে জড়িয়ে ফেলেন। উচ্চশিক্ষার পাঠ শেষ করে বর্তমানে নিজের ফ্রিল্যান্স গ্রফিক ডিজাইনা প্রজেক্টে ফুলটাইম কাজ করেন। চাকরির পেছনে না ঘুরে নিজে নিজে কিছু করার ইচ্ছা থেকেই অনলাইন মার্কেটে কাজ করা শুরু করেন।
রানা রয়
রানা রয় একজন সৃজনশীল ফ্রিল্যান্স গ্রাফিক্স ডিজাইনার। কাজ করেন upwork এবং themeforest.net এ। গ্রাফিক ডিজাইন এ তার রয়েছে অসাধারন দক্ষতা। ফ্রিল্যান্সিং কাজের পাশাপাশি সিলেট আইটি একাডেমিতে ক্লাস নেন। https://themeforest.net/user/ranaroy39
আবীর আহমদ
তিনি একজন দক্ষ গ্রাফিক্স ডিজাইনার। কাজ করেন ui8.net এবং graphicriver.net এ। গ্রাফিক ডিজাইন এ তার রয়েছে অসাধারন দক্ষতা। ফ্রিল্যান্সিং কাজের পাশাপাশি সিলেট আইটি একাডেমিতে ক্লাস নেন https://graphicriver.net/user/brood_designer/portfolio https://ui8.net/users/brood-design https://creativemarket.com/abirdesign15 এ তার কাজগুলো দেখতে পারেন। গ্রাফিক্স ডিজাইন তার কাছে নেশা এবং পেশা।
একাডেমিতে ভর্তি এবং কোর্স সংক্রান্ত তথ্যের জন্য নিচের ঠিকানায় যোগাযোগ করতে পারেন –
সিলেট আইটি একাডেমী
সিরাজ উদ্দিন কপ্লেক্স (২য় তলা)
আম্বরখানা পেট্রোল পাম্পের অপজিটে, সুনামগন্জ রোড, আম্বরখানা।
ফোন – ০১৭১৭ ০২২ ৬৮১, ০১৯১৯ ০২২ ৬৮১
MAY
About the Author: